Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আনসার ভিডিপি সদস্য ও গ্রাম পুলিশ

 

 

গ্রাম পুলিশ

ছবি

নাম

পদবী ও ওয়ার্ড

শিক্ষাগত যোগ্যতা

জন্ম তারিখ

মোবাইল নং

মো: ইয়াকুব আলী

দফাদার

৮ম

02/01/1971

0175-0597869

 

বকস আলী

মহল্লাদার

৮ম 15/11/1960 ০১৭৬৩-৫০৩৫৪৫

মো: বাহার উদ্দিন

৮ম 05/05/1991

01732159023

 

 মো: মেরাজ আলী

৮ম

 

01753139617 

 

আব্দুল খালিক ৮ম 11/10/1995  01787066162 

ধনু বোনার্জী

৮ম

06/07/1982 

01773955715

 

জায়ফর আলী

৮ম

02/03/1991  01706447678

সুনিল বোনার্জী

৮ম

07/04/1983 

01782064889

জয়নারায়ন লোহার  

 

৮ম

20/06/1981 

01778834878
  মানিক তেলী    

৮ম

31/12/1978 

01708032913

 

গ্রামাঞ্চলের জনসাধারণ ও তাদের মালামালের নিরাপত্তা ব্যবস্থা করাই উনিয়ন পরিষদের অন্যতম দায়িত্ব । এদায়িত্ব পালনের জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদ মহল্লাদার ও দফাদার নিয়োগ করেছে । মহল্লাদার ও দফাদারদের কাজ হচ্ছে ইউনিয়নের গ্রাম ও মহল্লায় প্রহরার ব্যবস্থা করা এবং পুলিশকে অপরাধদমনে যথা সাধ্য সাহায্য করা । সন্দেহজনক কোন ব্যক্তি বা কোন কারণে ইউনিয়নে শান্তি বিঘ্নিত হতে পারে এমন কোন পরিস্থিতির উদ্ভব হলে সেসম্বন্ধে থানার ওসিকে মহল্লাদার ও দফাদার অবহিত করবে এবং ১৫ দিনে অন্ততঃ একবার তারকাছে রিপোর্ট করবে। ইউনিয়নের কোন প্রকার মহামারীর আশংকা দেখাদিলে বা কোন বাধবাসেচ প্রকল্পের কোন ক্ষতির সম্ভাবনা হলে বা ইউনিয়ন পরিষদের কোন সম্পত্তি অন্যায় দখল হলে,ইউনিয়ন পরিষদকে তাতখনই জানাতে হবে। তাছাড়া রেললাইন, টেলিফোন বা টেলি গ্রামবাইলে কট্রিকলাইন, টিউবওয়েল এবং অন্যান্য সরকারী সম্পত্তি ক্ষতির সম্মূখীন হলে জনসাধারণ বামহল্লাদার ও দফাদার ইউনিয়ন পরিষদকে জানাবে। তদঅনুযায়ী ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবে। কিছু কিছুক্ষেত্রে মহল্লাদার ওদফাদাররা ম্যাজিস্ট্রেটের হুকুমও ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারে যেমন– কেউ যদি কোন আদালত অগ্রাহ্য অপরাধ করে, বা কারোকাছে কোন সিদেল যন্ত্র বাচোরাই মাল থাকে বা কেউ হাজত থেকে পালিয়ে গ্রামে আত্মগোপন করে ইত্যাদি। কিন্তু তাদেরকে যত শীঘ্র সম্ভব থানায় সোপর্দকরতে হবে। এছাড়া মহল্লাদার এর আরেকটি অন্যতম প্রধান কাজ হচ্ছে জন্ম ও মৃত্যু রেজিস্টারে লিপিবদ্ধ করা।