Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে --ইসলামপুর

এশিয়ার অন্যতম ম্যনগ্রোব ফরেষ্ট লাউয়াছড়া পাহাড়ের প্রাণকেন্দ্রে অবস্থিত কমলগঞ্জ উপজেলার  একটি ঐতিহ্যবাহীহযরত শাহজালালের পবিত্র পূণ্যভূমি সিলেট বিভাগ । এর অভ্যন্তরে মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ থানার দক্ষিণ ভাগে ভারতের সীমান্ত ঘেষে ‘‘৯নং ইসলামপুর” ইউনিয়নের অবস্থান। এখানে আছে প্রাকৃতিক সৌন্দর্য্যে পরিপুর্ণ মনোরম চা বাগান আর দেশী ও বিদেশী পর্যটকদের শিহরিত করা প্রকৃতির স্নিগ্ধধারা ঝর্ণা “হামহাম”। সবুজ শ্যামলে ভরপুর অরণ্যে আচ্ছাদিত গাছপালা ও পাহাড়ী ঝর্ণার কলকল ধ্বনিতে মুখরিত মনোমুগ্ধকর পরিবেশ সমৃদ্ধ একটি আকর্ষণীয় স্থান। এই ছোট্ট ইউনিয়নে আছে বিভিন্ন ধর্মের ও বর্ণের মানুষ। হিন্দু, মুসলিম ছাড়াও মণিপুরী, খাসিয়া, গারো উপজাতীয় সম্প্রদায়ের সংস্কৃতিতেও পরিপুর্ণ ইসলামপুর ইউনিয়ন।

ক) নাম – ৯ নং ইসলামপুর ইউনিয়ন।

খ) আয়তন – ৩৭.২৯(বর্গকিঃমিঃ)

গ) লোকসংখ্যা – ২৭৫৯৩জন(প্রায়) (২০১১সালেরআদমশুমারিঅনুযায়ী)

ঘ) ২৮  টি। (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঙ) মৌজার সংখ্যা – ৮ টি।

চ) হাট/বাজারসংখ্যা-২টি।(টিলাগাও, নতুন বাজার)

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/মিনিবাস

জ) শিক্ষারহার–৪৬.৬%।(২০১১এরশিক্ষাজরীপঅনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১০টি

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ৪টি   

    উচ্চ বিদ্যালয়- ২টি

    মাদ্রাসা- ২টি

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান– মো: সোলেমান মিয়া

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৮ টি

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – “হামহাম”, “কুরমা লেক ”

ঠ) ইউপিভবনস্থাপনকাল ২০০৫-০৬।

ড) বর্তমান পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ০৯/০৭/২০১১ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ১১/০৭/২০১১ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ০৯/০৭/২০১৬ইং

) গ্রামসমূহেরনাম

পূর্বূকালারায়বিল         পশ্চিম কালারায়বিল         উত্তর গোলের হাওর      দক্ষিণ গোলের হাওর

ছয়ঘরী                   নোয়াগাও                    পূর্র্বকাঠালকান্দি          পশ্চিম                

কাঠালকান্দি              জাপের গাও                 উত্তর কানাইদেশী         রাজকান্দি             

পাথারীগাও               দক্ষিণকানাইদেশী            শ্রীপুর                     ভান্ডারী গাও            

কোনাগাও                 মকাবিল                     গঙ্গানগর                 টিলাগাও

বাঘাছড়া চা বাগান      কুরঞ্জী চা বাগান             খাসিয়া পুঞ্জী              কুরমা চা বাগান

ইটখলা                  রুপনগর                       চাম্পারায় চা বাগান     ষরিষা বিল 

সুষমা নগর             কলাবন          

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ০৯ জন।